ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে সাতদিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম আজ থেকে আগামী সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দরের ব্যবসায়ীরা। ফলে সকাল থেকে বন্ধ রয়েছে বন্দরের পণ্য আমদানি-রফতানি।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলে আজ থেকে ৮ জুন পর্যন্ত টানা সাত দিন বন্দরের আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৯ জুন রোববার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন অফিসার ইন-চার্জ ফিরোজ কবির জানান, বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকরলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। ঈদের দিন কোন পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশে যাতয়াত করতে চাই তাও পারবে।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি