ঈদের আনন্দে এসএ টিভির বিশেষ অনুষ্ঠান যাদুশিল্পী রাজুর ‘থিনকিং ম্যাজিক’

ঈদ মানে ছিলো নতুন কিছু। নতুন আনন্দের আমেজ। টেলিভিশন চ্যানেলগুলোতে থাকে নানা রকম ঈদ আয়োজনের ছড়াছড়ি। আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির ৬ দিন ব্যাপী ঈদ উল ফিতরের বিশেষ অনুষ্ঠানের মধ্যে চমক হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় যাদুশিল্পী রাজুর বিশেষ আয়োজন থিংক ইন ম্যাজিক (থিনকিং ম্যাজিক)। 

অনুষ্ঠানে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রিয় যাদুশিল্পী রাজুর অবাক করা সব যাদুর কৌশল। পথে পথে ঘুরে বেরিয়ে তাক লাগিয়ে দেবে সবাইকে। অবাস্তব জগতকে তার যাদুর কৌশলে নিয়ে আসবে সকলের সামনে। চোখ ধাঁদানো সব যাদু আপনাকে ঠেলে দিবে অজানা এক ঘোরের মাঝে। আপনার ঈদের আনন্দ গুলোকে আরও প্রাণবন্ত করতে যাদুশিল্পী রাজু তার যাদুর মায়াবী দুনিয়া নিয়ে হাযির হতে যাচ্ছে আপনাদের সামনে।

খন্দকার শাহাদাত হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন, ঈদের ২য় দিন ও ৩য় দিন বিকাল ৫.৩০ টায় শুধুমাত্র এসএ টিভির পর্দায়।

https://www.facebook.com/hrazumagician/videos/2350622171669429/