ফরিদপুরে ৬ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের মধুখালীতে ৬ হাজার ৮শ পিস ইয়াবা ট্যবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় দর্শনা থেকে ছেড়ে ঢাকাগামী পূর্বাশা (ঢাকা মেট্রো ব-১৫-২৮৯৯) নামক একটি যাত্রীবাহী পরিবহণে তল্লাশী করে ২০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সেলিম গাজী (৪২)। সে চাঁদপুর জেলার সদর থানার বিষ্ণুপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।

মধুখালী থানার উপপরিদর্শক (এস.আই) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে গড়াই সেতুর টোলপ্লাজা কামারখালী এলাকায় এ,এস,পি মধুখালী সার্কেল মো. আনিসুজ্জামান লালন, থানার পরিদর্শক মো. মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল আলমসহ দর্শনা থেকে ঢাকাগামী পূর্বাশা নামক যাত্রীবাহী পরিবহণে তল্লাশী করে এক ব্যক্তিকে আটক করে তার নিকট থাকা একটি ব্যাগে তল্লাশি করে বিশেষ ব্যবস্থায় রাখা ৭টি ব্যাগের মধ্যে কালো রং এর ৩৫টি পলিখিন মুড়ানো ছোট প্যাকেট থেকে এ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি