ফরিদপুরে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় শুরু
ফরিদপুরের সালথায় সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় শুরু করেছে খাদ্য অধিদপ্তর। শনিবার (১লা জুন) সকাল ১০ টায় উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের সামনে শুরু করা হয় এ ধান ক্রয় কার্যক্রম। কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।
উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে, ১লা জুন থেকে শুরু করে ৩১ আগষ্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম। যে সমস্ত কৃষকের নামে ব্যাংক হিসাব নম্বর খোলা আছে তাদের নিকট থেকে সরাসরি ধান ক্রয় করা হচ্ছে। কেজি ২৬ টাকা দরে এই উপজেলা থেকে মোট ৬৮ মেঃটন ধান ক্রয় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, আবু নাসের হুসাইন, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, সাংবাদিক মনির মোল্যা, আজিজুর রহমান প্রমূখ।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি