ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১০
ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (১জুন) ভোর ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মাগুড়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে।
নিহতেরা হলেন ট্রাকের ড্রাইভার নুর ইসলাম ও হেলপার ইসলাম বিশ্বাস। নিহত দুইজনের বাড়ী মাগুড়া জেলায়। আহত ১০ জনই বাসের যাত্রী। দুর্ঘটনার পর কয়েক ঘন্টার জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ দুর্ঘটনা কবলিত বাস-ট্রাকটি সরিয়ে নিলে পুনরায় এ মাহসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি