ঈদ উপলক্ষ্যে বান্দরবানে দু:স্থ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ

বান্দরবানে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ খাদ্য শস্য বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য শস্য বিতরণ করেন।

এসময় অন্যান্যদের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব ও দু:স্থ মোট ১১৩০ পরিবারের মাঝে প্রতি পরিবারে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি