গোরক্ষকদের তাণ্ডব ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য হয়েছে ৩ মুসলিম

ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ২৪ ঘণ্টা পার না হতেই আবার শুরু হয়ে গেল গোরক্ষকদের(রাখাল) তাণ্ডব। নারীসহ ৩ মুসলিমকে পিটিয়ে বাধ্য করা হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও। পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রদেশের সিওনিতে এক নারীসহ তিন মুসলিমকে গরু পাচারের অভিযোগে বেঁধে পেটানো হয়।

লাঞ্চিতদের মধ্যে একজন বলেন- তাদের শুধু পেটানো হয়নি, বাধ্য করানো হয়েছে জয় শ্রী রাম ধ্বনি দিতেও।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান- একটি গরু নিয়ে অটো রিকশায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারীসহ তিন মুসলিম তখন, কোন কারণে গোরক্ষকরা(রাখাল) জানতে পারলে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন ওই তিন আরোহীকে। তারপর তাদের সেখান থেকে নামিয়ে একটি গাছের সাথে বেঁধে লাঠি,বাশ নিয়ে মাটিতে ফেলে বেধরক পেটাতে থাকেন গোরক্ষকরা।

এই ঘটনার তীব্র নিন্দা করে এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তাঁর টুইটে লেখেন, ‘‘মোদীর ভোটাররা এই ভাবে মুসলিমদের উপর অত্যাচার আবার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।’’