শিল্পী মিলার বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক স্বামী!
সংগীত শিল্পী মিলার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে মামলা করেছেন তার সাবেক স্বামী পারভেজ সানজারি। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার ও মানহানি।
সোমবার (২০ মে) বেলা ১১টার দিকে মামলাটি করেছেন বলে সংবাদমাধ্যমকে দুপুরে নিশ্চিত করেছেন পারভেজ সানজারি।
খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভিন্ন অপপ্রচার ও মানহানির অভিযোগে পারভেজ সানজারি মামলাটি করেছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিলা ইসলাম। বিয়ের পর গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনে।
কিন্ত কিছুদিন পরই সেখানে দেখা দেয় দ্বন্দ্ব-বিবাদ। হুট করেই শোনা যায় মিলার সংসার ভাঙনের খবর। মারধরের শিকার হয়ে নারী নির্যাতন-যৌতুকের অভিযোগ এনে স্বামী সানজারির বিরুদ্ধে মামলাও করেন তিনি। সেই মামলা চলমান।