বাংলাবান্ধা স্থলবন্দরে দু‘দিন আমদানি-রফতানি বন্ধ
দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধায় সাপ্তাহিক ছুটি ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার থেকে টানা দুই দিন আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
স্থলবন্দর সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার জন্য ১৭ মে শুক্রবার থেকে টানা দুই দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ । তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আগামী ১৯ মে (রোববার) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি চালু হবে বলে জানান বন্দর কর্তৃকপক্ষ।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি