আকস্মিক ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল লন্ডভন্ড, নিহত ১
গতকাল শুক্রবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নামাজের প্যান্ডেল লন্ডভন্ড হয়ে গেছে। এতে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তি শফিকুল ইসলাম (৩৪)। রাজধানীর পোস্তগোলা এলাকার বাসিন্দা তিনি। ঝড়ের রাজধানীর বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় ঝড়ের সময় রাজধানীর উত্তর বাড্ডায় বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—বুলবুল (২৪) ও তপন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা পথচারী ছিলেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে আনা হয়।