ফ্লাইওভারে ব্রেক ফেইল, আইল্যান্ডে বাস তুলে ঢাবির শিক্ষার্থীদের জীবন বাঁচাল চালক

আবার দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস। তবে চালকের দক্ষতায় রক্ষা পেয়েছে ৮০ ছাত্রের প্রাণ। আজ রবিবার দুপুর ২টার দিকে রাজধানীর সাত রাস্তার ফ্লাইওভার (হোটেল সোনারগাঁওয়ের বিপরীত) থেকে নামার সময় দুর্ঘটনা ঘটে।বাসটিতে ৮০ জন শিক্ষার্থী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, সাত রাস্তার ফ্লাইওভার (হোটেল সোনারগাঁওয়ের বিপরীত) থেকে নামার সময় সাভার রুটের হেমন্ত বাসটি ব্রেইক ফেইল করে। বাসটির গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তাৎক্ষণিকভাবে চালক সেটিকে রোড আইল্যান্ডে উঠিয়ে দেন। এতে সেখানে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি থেমে যায়।

বাসচালক আবুল কায়েস জানান, বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় ব্রেক ফেইলের ঘটনাটি ঘটে৷ ব্যস্ত সড়কে অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য তিনি বাসটি আইল্যান্ডের উপর তুলে দেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে ঢাবির আরেকটি বাস মগবাজার ফ্লাইওভারের দুর্ঘটনায় পড়ে। ‘কিঞ্চিৎ’ নামক ওই দ্বিতল বাসটি অবশ্য চালকের বেপরোয়া আচরণের কারণেই দুর্ঘটনার শিকার হয়।