রাজধানীতে ডিএমপি’র আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উদ্যোগে ৭ মে, ২০১৯ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় উত্তরা ৬নং সেক্টরে অবস্থিত উত্তরা কমিউনিটি সেন্টারে ডিএমপি কর্তৃক আইনশৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপি উত্তরা বিভাগ উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল, সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ ডিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসময় আলোচকগণ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিহত করতে নানা ধরনের পরামর্শ প্রদান করেন। মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া মাদকের বিরুদ্ধে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ মাদকের সাথে পুলিশের কোন সদস্য জড়িত থাকলে ছাড় নয় এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদক বন্ধ করতে যা যা করা দরকার তাই করা হবে। মাদক ব্যবসায়ীদের পিছনের মদতদাতাদের খুঁজে বের করা হবে।

তিনি বলেন, ঢাকা শহরে কোন মাদকের আখড়া থাকলে পুলিশকে জানান, ব্যবস্থা নেয়া হবে। জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য সারা বিশ্বের কাছে বিস্ময় আর এর কৃতিত্ব দেশবাসীর বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।”

এসময় ডিএমপি কমিশনার রাজধানীতে চাঁদাবাজ, টেন্ডারবাজদের প্রতিহত করতে পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে জানিয়ে বলেন, “বাসাবাড়ী করার সময় কেউ চাঁদা চাইলেই তাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে।”

তিনি আরও বলেন, “ সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। যা নাগরিকদের নিরাপত্তায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে।”

দেশবাসী যাতে করে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে, সে ব্যাপারেও মতবিনিময় সভায় আলোচনা হয়। আলোচনায় সভায় ডিএনসিসি আওতায়ভূক্ত এরিয়া সমূহের কাউন্সিলর, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, রাজনীতিবীদ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তানজীন মাহমুদ তনু, নিজস্ব প্রতিনিধি