মেয়র খোকনকে হকারদের বিক্ষোভ সমাবেশ

হকারদের ফুটপাতে ব্যবসা করার সুযোগ বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এ সময় তারা মেয়র সাঈদ খোকনের কাছে কিছু দাবি তুলে ধরেছেন, তাদের নায্য দাবি-দাওয়া না মানলে হরতাল, অবরোধ কর্মসূচী দেয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

বুধবার (৮ মে) রাজধানীর বাইতুল মোকাররম লিংক রোড থেকে বেলা ১১টায় পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ করে নগরভবনের সামনে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আবুল কালাম।

অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সহসভাপতি মঞ্জুর মঈন, শহিদুল ইসলাম, আলী আহম্মদ, দফতর সম্পাদক গোলাপ হোসেন, অর্থ সম্পাদক শেখ সহিদ, কেন্দ্রীয় নেতা রফিক হাওলাদার, হাজী আব্দুস সাত্তার মোল্লা কনক মোল্লা ও মিজানুর রহমানসহ আরো অনেকই।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ৪ মাস ধরে আন্দোলনরত হকারদের মানবিক দিক বিবেচনা না করে মেয়র একঘেয়েমি মনোভাবের পরিচয় দিচ্ছে। নেতৃবৃন্দ একঘেয়েমি পরিহার করে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বলেন। তিনি ওয়াদা করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলেন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করবেন না। কিন্তু, তিনি তার কথা রাখলেন না। পরবর্তীতে হকার নেতৃবৃন্দ মেয়রের কাছে, লিখিত দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দেন।