শ্যামনগরে এসএসসিতে পাশের হার ৯২.৫৪% ও দাখিলে ৯৬.৩৬%

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসিতে পাশের হার ৯২.৫৪% ও দাখিলে ৯৬.৩৬%। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে পাশ উপজেলায় ৪৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্টানে এসএসসিতে এ+পেয়েছে ১৪৩জন। পরীক্ষায় পাশ করেছে ২৪৮২জন, পরীক্ষার্থী ছিল ২৬৮২জন। শতভাগ পাশকৃত প্রতিষ্টানের সংখ্যা ১টি। প্রতিষ্টানটি হল আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়।

সর্বোচ্চ এ+প্রাপ্ত প্রতিষ্টান সকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং এ+প্রাপ্তের সংখ্যা ৩০জন।২য় অবস্থানে রয়েছে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ+ প্রাপ্তের সংখ্যা ১৫জন। ৩য় অবস্থানে রয়েছে ত্রিপাণি বিদ্যাপীঠ মুন্সিগঞ্জ, এ+প্রাপ্তের সংখ্যা ১০জন।উপজেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ১৮১জন।

অপরদিকে দাখিল পর্যায়ে ৩৬টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানে এ+প্রাপ্তের সংখ্যা ৬৯জন। পরীক্ষায় পাশ করেছে ১০৫৯জন। পরীক্ষার্থী ছিল ১০৯৯জন।শতভাগ শিক্ষা প্রতিষ্টান ১৫টি।সর্বোচ্চ এ+প্রাপ্ত মাদ্রাসা হল জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসা। এ+প্রাপ্তের সংখ্যা ১৬জন।২য় অবস্থানে রয়েছে রমজাননগর দাঃসুঃদাখিল মাদ্রাসা, এ+প্রাপ্ত ৫জন, রামজীবনপুর এমইউ দাখিল মাদ্রাসা, এ+ প্রাপ্ত ৫জন ও গড় পদ্মপুকুর দাখিল মাদ্রাসা, এ+প্রাপ্ত ৫জন। ৩য় অবস্থানে রয়েছে নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিঃ মাদ্রাসা, এ+প্রাপ্ত ৪জন। উপজেলায় মাদ্রাসা পর্যায়ে ফেল করেছে ৪০জন।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি