খবর জেনে ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা!
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। এ খবর জেনে ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। এর আগে শনিবার (৫ মে) রাত ১১টা নাগাদ এরশাদ তার বারিধারার বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা জানান। এ বিষয়ে তিনি একটি সাংগঠনিক নির্দেশনাও প্রকাশ করেন।
এরই কিছুক্ষণ পর বিদিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরশাদের সাংগঠনিক নির্দেশনাপত্রের ছবি শেয়ার করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্’। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।
লিখিত বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমি হুসেইন মুহম্মদ এরশাদ এই মর্মে ঘোষণা করছি যে আমার ছোট ভাই গোলাম কাদের এমপি, কো-চেয়ারম্যান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, সহায়তা করতে সবার প্রতি অনুরোধ করছি ও নির্দেশ প্রদান করছি।
কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কারণ উল্লেখ করে এরশাদ বলেন, বর্তমানে অসুস্থতার কারণে জাতীয় পার্টি চেয়ারম্যানের নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটছে, সে জন্য দায়িত্বসমূহ পালনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করলাম। গঠনতন্ত্রের ২০-এর ক ধারা মোতাবেক এ নির্দেশ প্রদান করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, এরশাদ কয়েক মাস ধরে অসুস্থ। এরমধ্যে তিনি দুই দফা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নিয়েছেন। তবে দেশে ফিরেও দলীয় বা সামাজিক কোনো কর্মসূচিতে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে আসছেন।