ফণীর ক্ষয়ক্ষতি রোধে নৌ-পুলিশের সব কর্মকর্তার ছুটি বাতিল
ঘূর্ণিঝড় ফনির ক্ষয়ক্ষতি রোধ ও নৌপথে জননিরাপত্তার স্বার্থে নৌ-পুলিশের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ফনির ক্ষয়ক্ষতি রোধ ও জনগণের নিরাপত্তায় নৌ-পুলিশের সব কর্মকর্তা ও সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।’
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীকে ১ মে থেকে সব ছুটি বাতিল করা হয়ছে। ফলে ৩ ও ৪ মে সরকারি ছুটির দিনে খোলা থাকবে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্ত সংশ্লিষ্ট দফতর।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]