বাংলাবান্ধা স্থল বন্দরে ভ্যাট বাড়ানোর প্রতিবাদে বন্ধ ভারতের পাথর আমদানি
 
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর ভারতের পাথর আমদানিতে প্রতি টনে ২ ডলার ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রেখেছেন। ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে বন্দরে পঞ্চাশের অধিক পাথর বোঝাই ট্রাক আটকা পড়েছে।

ব্যবসায়ীদের সিদ্ধান্ত ২৭ মে থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে করে শ্রমিকরা পড়েছে চরম দুর্ভোগে।

ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পাথর আমদানি করতে প্রতি টনে ১০ ডলার ভ্যাট প্রদান করতে হোত। তবে রংপুর কাস্টমস কমিশনারের এক মৌখিক নির্দেশে প্রতি টনে ২ ডলার ভ্যাট বৃদ্ধি করে। কিন্তু ব্যবসায়ীরা তা দিতে অস্বীকৃতি  জানান। ব্যবসায়ীদের অস্বীকৃতির পরও অতিরিক্ত ২ ডলার ভ্যাট প্রত্যাহার না করায় ২৭ এপ্রিল থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা সাংবাদিকদের জানান, ২ মে বিভাগীয় কাস্টমসের সাথে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি