র‍্যাব-৬’র সফল অভিযানে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার বাহারা গ্রামের আব্দুল মান্নান মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বর, একই উপজেলার লোহাইড় গ্রামের হাশেদ শেখের ছেলে বাবুল শেখ ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের কুটি মেয়ার ছেলে সিরাজ।

বুধবার দুপুরে র‍্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, এই তিন প্রতারক সদস্য ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের মোঃ সাহেব আলী ও তার পিতা রবজ আলী মোল্লাকে বলে যে, আমাদের কাছে পনেরো লাখ সৌদি রিয়াল আছে। আপনারা যদি তিন লাখ টাকা দেন তাহলে আমরা সমুদয় টাকা দিয়ে দেব। এই টাকা তারা এক হিন্দুর বাড়ি থেকে পেয়েছে বলেও জানায়। চক্রটি একই কথা বলে মাসখানেক আগে মোঃ আলী বকুল নামে এক ব্যক্তির কাছ থেখে দুই লাখ টাকা হাতিয়ে নেয়।

র‍্যাব জানায় শিকারপুর গ্রামের সাহেব আলী ঘটনাটি র‍্যাব-৬ ঝিনাইদহকে জানালে তারা ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে তিন সদস্যকে আটক করে। এ সময় র‍্যাব গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৭টি রিয়াল, ২টি লুঙ্গি, ১টি গামছা, ৩টি মোবাইল সেট, ৫টি সীম কার্ড ও নগদ ১,১১০/- টাকা উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় আসামীদের সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখ্য, প্রতারক বাবুল গ্রামে গঞ্জে ইমিটেশন গহনা ফেরি করে বিক্রির সময় গ্রামের সহজ সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের সর্বস্ব হাতিয়ে নেয়।

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি