বান্দরবানে শ্রমিক বোঝাই ট্রাক উল্টে আহত ১১
বান্দরবানে শ্রমিক বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১১জন আহত হয়েছে। বুধবার রাত ৮ ঘটিকার সময় বান্দরবান-রুমা সড়কের পর্যটন এলাকা শৈলপ্রপাত নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মমিন (৭০) নামক এক শ্রমিকের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চট্রগ্রাম হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হলেন- আলী(৩০), ইমাম হোসেন(৩৫), বাহাদুর(৩৫), মোঃ আলী(২৭), রুহুল(২৭), শরীফ(২৫), শাহজাহান(৩৫), সাহাবউদ্দিন(৩৫), হানিফ(৩৫), কবির হোসেন(২৩),মমিন(৬৫)। হতাহতদের সবার বাড়ি বান্দরবানের ওয়াপ্দা ব্রীজ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রুমার মুরুংগু বাজারে উন্নয়ন বোর্ডের আওতাধীন লেজ কামাল ঠিকাদারের ব্রীজের ঢালাইয়ের কাজ শেষ করে আসার সময় শৈলপ্রপাত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে।
বান্দরবান সদর থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুমার মুরুংগু বাজার থেকে নতুন ব্রীজের ঢালাইয়ের কাজ শেষে শ্রমিকরা ট্রাকে করে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি