হাসপাতালে ভর্তি গুলিস্তানে ককটেল হামলায় আহত ৩ পুলিশ
রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে দুজন ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে আটটার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের উপরের রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাফিক পুলিশের কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)।
ঘটনাস্থলে পল্টন থানা পুলিশ উপস্থিত রয়েছে। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে। তবে উপস্থিত জনতা দাবি করছে এটা ছোটখাটো কোন বোমা হতে পারে।
আহতরা জানান, রাতে গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন ডন প্লাজার সামনে দায়িত্বরত অবস্থায় হঠাৎ করেই কে বা কারা ককটেল ছুড়ে মারে। সেটি বিস্ফোরণ হলে তারা আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিফ সার্জেন্ট রাফি বলেন, ‘ঘটনার সময় আমি পাশেই ডিউটি করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমি বারুদের গন্ধ পেয়েছি এবং অনেক ধোঁয়া দেখতে পাই।’