আধঘণ্টা চেষ্টার পর উদ্ধার হল ডাব গাছে আটকে পড়া চোর

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ভৈরবের কুলিয়ারচর বিএডিসি গুদাম এলাকায় নারকেল গাছে নারকেল চুরি করতে গিয়ে গাছে আটকা পড়ে চোর। পরে আধাঘণ্টা পর গাছ থেকে আটকে থাকা চোরকে উদ্ধার করে দমকল কর্মীরা। আটকে পড়া চোরে নাম আনন্দ কুমার দাস (৩০)। তার বাড়ি কুলিয়ারচর দাসপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, আজ দুপুরে ওই চোর বিএডিসির নারিকেল গাছ থেকে নারিকেল চুরি করতে গাছে উঠে যায়। পরে গাছের উপরেই আটকা পড়ে সে।

এ সময় গাছের উপর প্রায় আধাঘণ্টা আটকে ছিলেন সে। এরপর গাছে বসে তাকে বাঁচাতে চিৎকার শুরু করে। পরে পরে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসে খবর দিলে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাকে উদ্ধার করেন।

ডাব চুরি করার কথা স্বীকার করে আনন্দ কুমার জানায়, প্রচণ্ড গরমের কারণে গাছ থেকে ডাব পাড়তে গিয়ে সে আর নামতে পারছিলাম না।

কুলিয়ারচর ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমি আট সদস্যের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মইয়ের মাধ্যমে গাছ থেকে নিচে নামাতে সক্ষম হই।