টাঙ্গাইলে পাকিস্তানি কিশোরী ধর্ষণের প্রধান আসামি আটক
টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আল আমিনকে গ্রেফতারর করেছে র্যাব। পরে তাকে আটক করে টাঙ্গাইল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মোট ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে পাকিস্তানি ওই কিশোরী টাঙ্গাইলের সিনিয়র জুডিশয়াল মেজিস্ট্রেট আদালতে একজন দোভাষীর মাধ্যমে ২২ ধারায় জবানবন্দী দিয়েছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় আল আমিনের আটক ও কিশোরীর দোভাষীর মাধ্যমে জবানবন্দী দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্যাতিতা কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হলেও এখনো তার ফলাফল জানা যায়নি। আগামী বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ন চন্দ্র।
এ বিষয়ে কিশোরীর মা দোভাষির মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে তার ও তার মেয়ের নিরাপত্তা দাবি করেন।