তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে দোকান ও বাড়ি পুড়ে ছাই

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়িসহ অপর ২টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২.৩০ মিনিটে বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। আগুনে একটি বাড়ি,কাঠের ফার্নিচারের দোকান ও একটি ঔষধের দোকান পুড়ে যায়। স্থানীয়রা জানান, রাতে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালায়। রাত সাড়ে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুড়ে যায় বাড়িসহ অপর ২টি দোকান।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুনে প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে।

নাজমুস সাকিব, পঞ্চগড় প্রতিনিধি