মানুষের টিস্যু ব্যবহার করে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির হৃদযন্ত্র

মানুষের টিস্যু ব্যবহার করে প্রথমবার থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে হৃদযন্ত্র তৈরিতে সফল হয়েছেন ইসরাইলের গবেষকরা। চিকিৎসাজগতে প্রথম এবং বড় ধরনের উদ্ভাবন বলা হচ্ছে একে।

হৃদযন্ত্র প্রতিস্থাপনের সম্ভাবনার বিষয়টি আরও একধাপ এগিয়ে গেল এতে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খরগোশের হৃদযন্ত্রের আকারের ওই হৃদযন্ত্র তৈরির কথাটি সোমবার প্রকাশ করেন। ওই প্রকল্পের গবেষক তাল দাভির বলেন, বিশ্বের প্রথম প্রিন্ট করা ও সফলভাবে প্রকৌশল প্রয়োগ করে পুরো হৃদযন্ত্র তৈরি করা হয়েছে।

কোষ ব্যবহার করে তৈরি হৃদযন্ত্রে রক্তনালি, ভেন্ট্রিকেল ও চেম্বার রয়েছে। গবেষক তাল দাভির বলেন, এর আগে হৃদযন্ত্রের থ্রিডি প্রিন্টেড কাঠামো তৈরি করা হয়েছে, তবে তা কোষ ও রক্তনালিযুক্ত ছিল না।

পুরোপুরি থ্রিডি প্রিন্ট করা হৃদযন্ত্র প্রতিস্থাপন করতে গেলে আরও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। সোমবার তেল আবিব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সামনে চেরি ফলের সমান একটি হৃদ্যন্ত্র প্রদর্শন করেন গবেষকরা। গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘অ্যাডভান্সড সায়েন্স’ সাময়িকীতে।