প্রেমের সম্পর্ক গড়ে ফাঁদে পেলে ধর্ষণের অভিযোগ

কর্ণফুলীতে এক তরুণীর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ফাঁদে পেলে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকার। এ ঘটনায় ধর্ষিতা তরুণী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে কর্ণফুলী থানায় প্রেমিক জামাল উদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জামাল উদ্দীন উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফজল সওদাগরের বাড়ির মৃত রহমত আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত এক বছর আগে জামাল উদ্দীন নামের ওই যুবক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার শারীরক সম্পর্ক করে। এক পর্যায়ে তরুণী অন্তসত্ত্বা হয়ে পড়লে জামাল উদ্দীন ওই তরুণীকে কালক্ষেপণ করে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়।

এ বিষয় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, এ বিষয়ে গত মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছে ঔই তরুণী। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী জামাল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।