দিনাজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন
দিনাজপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের আউশ বীজ ও সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়।
আজ দুপুরে সদর উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম।
সদর উপজেলার ৯শ জন চাষীদের প্রত্যেককে বিনামূল্যে পর্যায়ক্রমে ৫ কেজি ধানের বীজ ও ২৫ কেজি সার বিতরণ করা হবে।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি