তাসকিনকে দল থেকে বাদ দেওয়ার কারণ জানালেন নান্নু

দীর্ঘ দিন ইনজুরিতে ছিলেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে আবারো মাঠে ফিরেছেন এই ডান হাতি পেসার। তবে তাঁর দুর্ভাগ্য। এই কয়েক মাসে অন্যদের থেকে অনেক পিছিয়ে গিয়েছেন। যার জন্য আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ ও আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে তাকে রাখা হয়েছে দলের বাহিরে।

বিশ্বকাপের দল ঘোষণার আগে থেকেই শুনা যাচ্ছিলো টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াডে থাকবেন তাসকিন। এই স্বপ্ন তাসকিন নিজেও দেখেছেন। তাই ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য চলতি ডিপিএলের একটি ম্যাচ খেলেছিলেন লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে। কিন্তু সেই ম্যাচে নিজের নামের সুবিচার করতে পারেননি তিনি মাত্র ৫ ওভার বোলিং করে দিয়েছেন ৩৬ রান। শুধু তাই নয়, দীর্ঘ দিন পর তাঁর ফিটনেস দুর্বলতা ধরা পড়েছে নির্বাচকদের চোখে।

আর সেই কারনেই তাকে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরজে স্কোয়াডের বাহিরে রাখা হয়েছে,   ‘আমরা ওকে নিয়ে অনেক দিন থেকেই চিন্তা করছি। সে কিন্তু ২০১৭ সালের ২২শে অক্টোবর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে। ওটার পরে কিন্তু আমরা যখন ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা ভাবনা করেছিলাম তখন আবার ইনজুরিতে পড়ে গিয়েছে। এখন পর্যন্ত সে পুরোপুরি ফিট না। সেই হিসেবে আমরা তাঁকে স্কিল ফিট হিসেবে চাচ্ছি না। সে ঘরোয়া লীগে একটি ম্যাচে খেলেছে স্কিল ফিট হিসেবে। কিন্তু তার ফিটনেস শতভাগ নয়। তবে এখনও সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের ১৭ জন সদস্য যাচ্ছে। এর মধ্যে ও যদি পুরো ফিট হয়ে যায় এবং দরকার হয় তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসেবে রাখবো।’

বিশ্বকাপের জন্য টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা,  লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফউদ্দীন, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান, রুবেল  হোসেন মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান  ও মোসাদ্দেক হোসেন সৈকত