পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছলেন নোয়াখালির হানিফ
ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১ হাজার ৪ কিলোমিটার একক পদযাত্রা শেষ করেছেন নোয়াখালির মোহাম্মদ হানিফ। তিনি ফরোয়ার্ড পার্টির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এর আগে গত ১৪ মার্চ কক্সবাজারের টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন তিনি। ৩০ দিন পায়ে হেঁটে শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া পৌঁছান তিনি।
তেঁতুলিয়া বাজারের তেঁতুলতলায় স্থানীয় অনেকেই তাকে স্বাগত জানান। বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তার একক পদযাত্রার উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, সবার ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তিনি এই পদযাত্রা করেছেন। তিনি নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আব্দুল মান্নান ওরফে রেনু মিয়ার ছেলে।
নোয়াখালীর বুলুয়া ডিগ্রি কলেজ থেকে ১৯৯৯ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। এরপর চট্টগ্রাম ওমর গনি এমএস কলেজে স্নাতকে ভর্তি হন। এরপর পড়াশোনা ছেড়ে তিনি চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং) ব্যবসায় জড়ান।
২০১৬ সালে ড. কামাল হোসেন ও আ ব ম মোস্তফা আমিনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার যুব শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এর আগেও রাজধানীতে গণশৌচাগার স্থাপন, মানবভ্রুণ হত্যা বন্ধ, সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে আন্দোলন করেছিলেন হানিফ।