রমনা পার্কে হঠাৎ ঝড়ে ভেঙে পড়ল গাছ, অল্পতে প্রাণ রক্ষা!

রাজধানীতে হঠাৎ ঝড়ে রমনা পার্কের সামনে গাছ ভেঙে সিএনজি ও প্রাইভেটকারের ওপর পড়ে। এ ঘটনায় এতে প্রাণে রক্ষা পায় যাত্রীরা। তবে পুরানা পল্টন মোড় এলাকায় ঝড়ে ভবনের ইট পড়ে ও সংসদ ভবন এলাকায় গাছ চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ ও অপর জন নারী।

দিনভর আবহাওয়া উষ্ণ থাকলেও রবিবার (৩১ মার্চ) মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই আকাশ অন্ধকার হয়ে আসে। এরপর হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে শিলাসহ বৃষ্টিপাত হয়। বেশ কিছু স্থানে গাছের ডাল ভেঙে পড়েছে।

এছাড়া সন্ধ্যা ৬টার দিকে পুরানা পল্টন মোড় মল্লিক কমপ্লেক্সের নিচে ভবনের ইট ধসে এক চা দোকানী মারা যান। নিহত হানিফ (৫০) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা উলানিয়া গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। বর্তমানে ১০৮ দক্ষিণ মুগদা পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ঝড়ের সময় ওই ভবনটির ইট ধসে পড়ে চা দোকানী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার এসআই সুজন কুমার তালুকদার জানান, ঝড়ের সময় ওপর থেকে শরীরে ইট ধসে পড়ে তিনি মারা গেছেন। বর্তমানে লাশ ঢামেক মর্গে রয়েছে।

সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে এক নারী মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, শেরে বাংলা থানার ডিউটি অফিসার এসআই জোনায়েদ। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার পর রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে সোয়া ৭টা নাগাদও দেশের অন্যান্য স্থানের বৃষ্টিপাতের পরিমাণ পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এ বছর ঢাকাতে আজই প্রথমবারের মতো কালবৈশাখী ঝড় হলো। সেইসঙ্গে শিলাবৃষ্টিও হয়।

এর আগে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, পরবর্তী ৪৮ ঘণ্টায় বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিইয়েছিল আবহাওয়া দফতর।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি /বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।