বান্দরবানে বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ
বান্দরবানের বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি কাজী মোঃ মুজিবর রহমান এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ইউকেচিং বীর বিক্রম সড়কের বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌরসভার অনুমোদন না নিয়ে ও বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন করা হয়।
সাংবাদিক সম্মেলনে কাজী মোঃ মুজিবর রহমান জানান, তার পরিচালনাধীন বায়তুর রহমান জামে মসজিদের সাথে লাগিয়ে সরকারী গাইড ওয়ালের উপর কলাম সৃষ্টি করে বহুতল ভবন নির্মাণ করছেন নুরুল কবির সওদাগর। তিনি যে জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন তা মসজিদের নামে বাজার ফান্ড প্রশাসকের কাছে আবেদন করা আছে। এক প্রকার জোর পুর্বক টাকার জোরে নুরুল কবির সওদাগর সরকারী কোন ধরনের বিধিবিধানের তোয়াক্কা না করে এই বহুতল ভবন নির্মাণ করছেন। কাজী মোঃ মুজিবর রহমান আরো জানান, বর্ষা মৌসুমে পানি চলাচলের জায়গা দখল করে বহুতল ভবনটি নির্মাণ করায় যে কোন মুহুর্তে ধ্বসে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। উক্ত জায়গায় ঝুকিপুর্ণ বহুতল ভবন নির্মাণ করায় এলাকার মানুষের মধ্যেও আতংক রয়েছে।
এদিকে সরেজমিন দেখা গেছে, ভবনটির পিছনের অংশে একটি ব্রীক ওয়ালের উপর ঝুকিপুর্ণ ভাবে পিলার জমানো হয়েছে। যেখানে ওয়ালটি ঝুকিপূর্ণ সেখানে বহুতল ভবন নির্মানের দুঃসাহস এলাকাবাসীকে সংকিত করেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে নতুন আরেকটি ট্রেজেডির জন্ম দিবে বান্দরবানে।
এদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ভবন মালিক নুরুল কবিরের সাথে মুঠো ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি