অবশেষে গ্রেফতার হল ক্রাইস্টার্চের মসজিদের সেই হামলাকারী
ক্রাইস্টার্চে দুটি মসজিদে হামলাকারী সন্ত্রাসী ব্র্যান্টন ট্যারেন্টকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শুধু খুনের অভিযোগ নয়, তাঁর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ট্যারেন্ট ছাড়াও এই ঘটনায় সন্দেহভাজন আরও দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড পুলিশ। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখছে তাঁরা।
হামলা চালানোর আগে ৭৩ পৃষ্ঠার ঘোষণাপত্রে ১৬ হাজার ৫০০ শব্দে এ হামলার কারণ ব্যাখ্যা করেন এই বন্দুকধারী।
হামলাকারী লিখেছেন, দুই বছর আগের এ ঘটনা নাটকীয়ভাবে আমার চিন্তায় পরিবর্তন নিয়ে আসে। সময়টা ছিল ২০১৭ সালের এপ্রিল থেকে মে। ২০১৭ সালের ৭ এপ্রিল ওই হামলার ঘটনা ঘটে। আমি এ সহিংসতার পর আর চুপ থাকতে পারিনি।
এদিকে হামলার কারণে আজ রাতে দেশ ফিরে আসছে বাংলাদেশের ক্রিকেটাররা। ইতোমধ্যে তাঁরা বিমানে রওনা দিয়েছে।