আধুনিক ঢাকার নাগরিক সেবা দিতে উদ্ভোধন হলো টেকনিশিয়ান অ্যাপস
জনবহুল ঢাকার আধুনিক নাগরিক সেবা দিতে প্রথমবারের মত চালু হতে যাচ্ছে টেকনিশিয়ান অ্যাপস। এই অ্যাপস এর মাধ্যমে আপনি ঘরে বসেই যাবতীয় ইলেক্ট্রনিক্স পণ্যের মেরামত, ক্রয়-বিক্রয় সুবিধা ও হোম সার্ভিস গ্রহণ করতে পারবেন। পাশাপাশি বেকার যুবসমাজকে কারিগরী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ও কর্ম সংস্থান তৈরীতে সহায়ক ভুমিকার পালন করবে টেকনিশিয়ান টেকনোলজি। গত শনিবার রাজধানীর বনশ্রীর ব্লু অলিভ রেস্টুরেন্টে টেকনিশিয়ান টেকনোলজির (টেকনিশিয়ান অ্যাপস) উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টেকনিশিয়ান টেকনোলজির (টেকনিশিয়ান অ্যাপস) উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইকবাল বাহার স্যার (ডিরেক্টর এবং সি,ই,ও – অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেড এবং ম্যানেজিং ডিরেক্টর আলাদিন.কম)। এবং বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সোহাগ চন্দ্র দাস (লিড কর্পোরেট অ্যাপেয়ার – পাঠাও লিমিটেড), কাজি হোসেন রবিন (ফাউন্ডার ইউথ ইমপাওয়ারমেন্ট ফোরাম), চৌধুরী দৌলত মোহাম্মদ জাফি (পাবলিক ইস্পিকার এবং কর্পোরেট ট্রেইনার – অ্যাডভাইজার এবং ফিউচিরাইজারস বাংলাদেশ), মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ শান্ত ভুঁইয়া (ফাউন্ডার এবং সি,ই,ও – ফিউচিরাইজারস বাংলাদেশ), মোহাম্মদ সোবহান চৌধুরী (ফাউন্ডার – দ্যা স্পিকার্স কর্ণার),ফারাহ মাহমুদ ট্রিনা(এডুকেটর, অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল) আলি আকবার আসা (ফাউন্ডার এবং সি,ই,ও – হাইওয়ে আইটি, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট – বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশান সামিট), এছাড়াও আরো সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টেকনিশিয়ান টেকনোলজি হচ্ছে অ্যাপস ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে অফিস, বাসা-বাড়িতে যাবতীয় ইলেক্ট্রনিক্স যন্ত্রাদীর মেরামত ও ক্রয় বিক্রয় সেবা প্রদান করা হবে। অ্যাপস এর মাধ্যমে একজন কাষ্টমার ঘরে বসে যাবতীয় ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি অতি দ্রুত সময়ে স্বল্প খরচে ও আমাদের সু-দক্ষ টেকনিশিয়ান দারা মেরামত ও ক্রয়-বিক্রয় সুবিধা ভোগ করতে হবে। ফাক্টরি, অফিস, কর্পোরেট অফিস সমুহে চুক্তি সাপেক্ষে দক্ষ টেকনিশিয়ার দারা ২৪/৭ দিন সেবা প্রদান করা হবে। আমাদের প্রদান উদ্দেশ্য হচ্ছে দেশে বেকারত্বের হার কমানো। দেশে বেকারত্বের হার কমিয়ে দেশকে স্বাভলম্বি করা এবং নাগরিকদেরকে সু-নিশ্চিত সেবা প্রদান করা।