আগামিকাল থেকে ঢাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচ ছাত্র সংঘঠন

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৫টি প্যানের একত্রিত হয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা ডা. এস. এম. মাহফুজুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়াও এই ভোট বাতিল করা না হলে আগামিকাল থেকে ঢাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে এই পাঁচ ছাত্র সংঘঠন।

এই ধমঘটে মোট ৫ টি প্যানেল সমথর্ন দিয়েছে- ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সতন্ত্র জোট, সাধিকার পরিষদ, নূর রাশেদের কোটা সংস্কার।

তারা জানিয়েছেন, এই নির্বাচন বাতিল করে নতুন তফসিল না দেওয়া পর্যন্ত এই সিনেট ভবন প্রাঙ্গণ ছাড়বে না।

ছাত্র ইউনিয়ন সমর্থিত ভিপি প্রার্থী লিটন নন্দি বলেন, আমরা মোট ৫টা প্যানেল একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রক্ষায় নেমেছি। আমাদের কোনো ভয় নেই। আর তারা যদি আমাদের লিখিত অভিযোগের কোনো সমাধান না করে ফলাফল ঘোষণা করা হয় তাহলে আমরা ধর্মঘটে যাব।

তিনি আরও বলেন, আমরা আগামীকাল সকাল ১০টায় রাজু ভাষ্কর্য থেকে কার্যক্রম শুরু করব। আর আবারও বলি যদি ফলাফল ঘোষণা করে তাহলে আমরা একসাথে ভিসির পদত্যাগের আন্দোলন শুরু করবো।

এ ব্যাপারে প্রধান রিটার্নিং কর্মকর্তা ডা. এস. এম. মাহফুজুর রহমান বলেন, আমার হাতে কোন ক্ষমতা নেই। আপনাদের লিখিত অভিযোগ আমি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিব। তারা সিদ্ধান্ত দিলে আমি জানিয়ে দিব।

এদিকে, সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্রলীগ ছাড়া প্রায় সব সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা।

দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর বহুল আলোচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেল ও স্বতন্ত্র অবস্থান থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ২১ জন শিক্ষার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ১৪ জন।