পাক গুপ্তচর সন্দেহে বিএসএফের হাতে গ্রেফতার শাহরুখ

পাকিস্তান থেকে দেশে নিজ দেশে ফিরেছেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এ নিয়ে উচ্ছ্বসিত গোটা ভারত। তাকে স্বাগত জানাতে শুক্রবার সকাল থেকেই পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে ভিড় করেছে জনসাধারণ। অন্যদিকে এই পাঞ্জাবেই অন্য একটি ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

পাক গুপ্তচর সন্দেহে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন মোহম্মদ শাহরুখ নামের এক ব্যাক্তি। পাঞ্জাবের ফিরোজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এএনআই সূত্রে খবর, ২১ বছরের এই যুবকের থেকে একটি পাকিস্তানি সিম বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশিতে একটি মোবাইল ফোন পাওয়া যায়, যার মধ্যেই ওই সিম ছিল বলে জানা যায়।

এছাড়া সংবাদ মাধ্যম অমর উজালা থেকে জানা গিয়েছে, এই সিমের মাধ্যমেই আটটি পাক গ্রুপের সঙ্গে তার যোগ ছিল বলে জানা যাচ্ছে। শাহরুখ উত্তর প্রদেশের মুরাদাবাদের বাসিন্দা।

সংবাদ সূত্রে খবর, মহম্মদ শাহরুখ তার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে বিএসএফ পোস্টের ছবি তুলছিলেন। তিনি কেন সে এই ছবি তুলেছেন, পাক সিম কোথা থেকে এল, তার অন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি। তার জিজ্ঞাসাবাদ চলছে।