‘আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি’

ইউটিউবার হিসেবে অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন সালমান মুক্তাদির। সম্প্রতি তার ‘অভদ্র প্রেম’র মিউজিক ভিডিও আপলোড করার পরই ভক্ত ও সমালোচকদের ‘তীর্যক’ মন্তব্য শুনেছেন তিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ওই ভিডিও আপলোডের পর তার চ্যানেল আনসাবস্ক্রাইব করারও ডাক দিয়েছেন। তবে এখন আর সেই ভিডিও নেই সালমানের ইউটিউব চ্যানেলে।

বিতর্কিত ভিডিও ব্লগার সালমান মুক্তাদিরের বিরুদ্ধে ক্ষেপেছেন  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি সালমানের অবস্থান জানতে চেয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে একটি স্ট্যাটাস দেন তিনি।

ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’

এরপর এ বিষয়ে গণমাধ্যমকে মোস্তাফা জব্বার বলেন, ‘আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা আমি করতেছি।’

প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি বিতকির্ত ভিডিও টিজার প্রকাশ করেন। ওই ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর তার ইউটিউব চ্যানেলকে আনলাইক করে দেয়ার হিড়িকে মেতে ওঠেন নেট জনতা।