দিল্লির বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে, মৃতের সংখ্যা ৯ থেকে বেড়ে ১৭ জন

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভারতের রাজধানী দিল্লির একটি বিলাসবহুল হোটেল অর্পিত প্যালেসে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িছে ১৭ জনে। আহত হয়েছে আরো চারজন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

দমকল বাহিনী এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা ৯ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন।

আগুন লাগার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২৬টি ইউনিট। প্রায় এক ঘণ্টা ধরে চালানো উদ্ধার তৎপরতায় দমকল কর্মীরা ৩৫ জনকে হোটেল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অগ্নিকাণ্ডের পর পুরো হোটেলে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

কী কারণে ওই হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়। এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলের বেশ কিছু ছবিতে বহুতল হোটেলটির উপর তলায় আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

প্রসঙ্গত, ভারতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই দেখা যায়। এর আগে গত বছরের ডিসেম্বরে মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। অপরদিকে ২০১৭ সালে মুম্বাইয়ে একটি জনপ্রিয় রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন প্রাণ হারায়।