কক্সবাজারের পটিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রবিবার (৩ ফেব্রুয়ারি) কক্সবাজারের পটিয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৬ জন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

রবিবারসকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় কবলিত বাসচকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কাছে খবর আসছে কক্সবাজারমুখি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েক জন আহত হয়েছে।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]