ইন্দুরকানীতে পুলিশ সপ্তাহ উপলক্ষে কমিউনিটি পুলিশিং সভা

ইন্দুরকানীতে পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার রূপালী ব্যাংক লিমিটেড চত্ত্বরে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. মাহমুদুলহক দুলালের সভাপতিত্বে ও ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) আহমেদ মাঈনুল, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, শ্রমিকলীগ নেতা আঃ ছালাম প্রমুখ।

উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. মাহবুবুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা আ’লীগ নেতা মো. মাহাবুব আলম ফকির, শ্রমিকলীগ নেতা আনিসুর রহমান, আঃ হাকিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিপন সহ বিভিন্ন শ্রেণি পেশারমানুষ ও সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

মোঃ হাসিব বিল্লাহ, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি