পিপিএম পদক পেলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার

পিপিএম পদক পেলেন বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার। সামাজিক উন্নয়ন, সেবা মূলক কাজের জন্য পিপিএম পদকে তার নাম ঘোষনা করা হয়। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ নাম প্রকাশ করা হয়। আগামী ৪ঠা ফেব্রুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেওয়ার কথা রয়েছে।

১৯৭২ সালে শরীয়তপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে জাকির হোসেন মজুমদার। পিতা মরহুম হান্নান মজুমদার ছিলেন সরকারী কর্মকর্তা মাতা সাফিয়া বেগম ছিলেন গৃহিনী। চার ভাই এক বোনের মধ্যে জাকির ছিল দুরন্ত। কৈশর ও শৈশব কাটিয়েছেন গ্রামের বাড়ীতে জিলা স্কুলের গন্ডি পেরিয়ে ঢাকায় এসে ভর্তি হন সিটি কলেজে। সেখানে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে। পরে ২০০৩ সালে ২২তম বিসিএস এর মাধ্যমে মানবসেবার ব্রত নিয়ে যোগদান করেন বাংলাদেশ পুলিশে।

এদিকে পিপিএম পদকে মনোনীত হওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পুলিশ পরিবারের সকল সদস্য, সিনিয়র সহকর্মী ও সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানান।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি