পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০জন শ্রমিক আহত

মজুরি বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে নেমে সাভার ও আশুলিয়ায় টানা ৭ম দিনের মতো বিক্ষোভ করেছে পোশাক কারখানারা শ্রমিকরা। আশুলিয়ায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।

রবিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে নতুন বেতন কাঠামোর দাবিতে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়ে।

ঢাকা জোনের শিল্প পুলিশের সুপার সানা শামিনূর রহমান বলেন, পুলিশের হস্তক্ষেপের ফলে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়েছে। সাভার এবং আশুলিয়া এলাকায় ৫০টির বেশি তৈরি-পোশাক কারখানা আজ বন্ধ রাখা হয়েছে।