সিরাজদিখানে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী রাহমানিয়া হাফিজিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে মাদরাসা মাঠ প্রাঙ্গেণ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য হাজী মো. নেকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন। প্রধান মেহমান পীর সাহেব,প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া হালিমিয়া মধুপুর, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হামীদ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, খতিব দক্ষিণ খেজুরবাগ জামে মসজিদ, হয়রত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম রাশেদি, হাফেজ মাওলানা দেলোয়ার বিন দেওয়ান, হযরত মাওলানা মুশাহিদ আহমাদ। বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত শত শত ধর্মপ্রাণ মুসলিমরা ওয়াজ শোনেন। দেশ ও জাতির কল্যাণে মোনাযাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।
আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি