যে কোনো যুবক বিনা জামানতে পাবে ২ লাখ টাকা লোনঃ প্রধানমন্ত্রী

গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সরকার বিভিন্ন মেয়াদে ট্রেনিং দিচ্ছে। এ ট্রেনিং নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। যুবকদের কথা চিন্তা করে সরকারি বিভিন্ন খাতের সঙ্গে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যুব সমাজের জন্য হাজার হাজার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমাদের সরকার যুবকদের উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে। যে কোনো যুবক বিনা জামানতে ২ লাখ টাকা লোন পাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, হাজার হাজার ছেলে-মেয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে সরাসরি চাকরিকে প্রবেশ করছে। কেউ কেউ সংশ্লিষ্ট বিষয়ের ওপর সার্টিফিকেট নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এভাবে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন যুব ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় ও জাহিদ আহসান রাসেল।