বছরের শুরুতেই দেশের বাজারে বাড়ছে স্বর্ণের দাম

বছরের শুরুতেই দেশের বাজারে স্বর্ণের দামের চরা মূল্য। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল মঙ্গলবার রাতে স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দেয়। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়ায় প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা দাম বাড়ছে। গত ২৩ ডিসেম্বর  স্বর্ণ দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সমিতি। জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরে সিদ্ধান্তটি স্থগিত করে তারা।

দাম বৃদ্ধি পাওয়ায় ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম দাঁড়াচ্ছে ৪৮ হাজার ৯৮৯ টাকা। নতুন এ দর আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

দর বাড়ায় আজ থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৬৪০ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি আগের মতোই থাকছে, অর্থাৎ ২৭ হাজার ৫৮৫ টাকা। একইভাবে রূপার ভরি ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত থাকছে।