সোমবার নির্বাচন পরবর্তী জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। ৩০শে ডিসেম্বর রোববার অনেক জল্পনা কল্পনার পর সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ২৯৯ টি আসনে মোট প্রার্থী সংখ্যা ১৮৪৮ এবং মোট ভোটার ১০,৪১,৯০,৪৮০ জন। বেশির ভাগ আসনে আওয়ামীলীগের জয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপি।
নির্বাচন পরবর্তী জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন আগামীকাল সোমবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া এদিন সন্ধ্যা ৬টায় একই জায়গায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।