বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এ তথ্য জানান।
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে উঠে আসা জাতীয় দলের এই অধিনায়ক আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে মাত্র ৮ হাজার ৬টি ভোট পেয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ জানান, নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।
সারা দেশে আওয়ামী লীগের জোয়ার বইলেও ব্যতিক্রম ছিল নড়াইলে। এই আসনের মানুষ প্রতীকের চেয়ে ব্যক্তি মাশরাফিকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।