শৈত্যপ্রবাহের প্রভাবে কমতে পারে নির্বাচনের উত্তাপ

সারা দেশ যখন নির্বাচনের উত্তাপে উত্তপ্ত, ঠিক তখনই প্রকৃতি তার শীতলতার চাদর বিছানো শুরু করে দিয়েছে। আর এই শীতলতা নির্বাচনের উত্তাপকেও হার মানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। শীতের এ প্রবাহ আগামীকালও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগামীকাল ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ নির্বাচনের উত্তাপে থাকবে উত্তাল। কিন্তু এই উত্তপ্ত দেশকে কিছুটা শীতলতা দিতে প্রকৃতি তার প্রবাহ পরিবর্তন করতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীর আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, বরিশাল, ভোলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে। অর্থাৎ ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ছাড়া অন্য এলাকার আবহাওয়াও তুলনামূলক শীতল থাকবে।

প্রসঙ্গত, রাজধানী, চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।