বছরের শেষ ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক লেনদেন

এবছরের শেষ ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক সকল প্রকার লেনদেন। আর তাই ২৭ ডিসেম্বর হবে ২০১৮ সালের শেষ ব্যাংক কার্যদিবস। আর কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপনও জারি করেছে।

সাপ্তাহিক ছুটি, ব্যাংক হলিডে ও নির্বাচনের জন্য সাধারণ ছুটি মিলিয়ে ২০১৮ সালের শেষ ৪ দিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এই ৪ দিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না। আর এ কারণে ২৭ ডিসেম্বরেই চূড়ান্ত হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব। ২৮ ও ২৯ ডিসেম্বর শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটির কারণে এ দুদিন ব্যাংক বন্ধ থাকবে। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের কারণে সাধারণ ছুটি। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না। তবে এ সময় গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। টানা এ ছুটির কারণে ২৭ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বার্ষিক হিসাব চূড়ান্ত করবে।

উল্লেখ্য, এদিকে টানা এ ছুটির কারণে ব্যাংকগুলোতে নগদ টাকার উত্তোলন বেড়ে গেছে। নির্বাচনের কারণে ব্যাংকগুলোকে টাকা উত্তোলনে সতর্কতা জোরদার করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।