নির্বাচন পর্যবেক্ষণে ভারতের তিন পর্যবেক্ষকের নাম চূড়ান্ত

গতকাল মঙ্গলবার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভারতের তিনজন পর্যবেক্ষকের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর তাঁরা বাংলাদেশে আসবেন। ভোট পর্যবেক্ষণ শেষে তারা ৩১ ডিসেম্বর ফিরে যাবেন।

ভারত বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনজন পর্যবেক্ষক পাঠাচ্ছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ওই তিন পর্যবেক্ষকের নাম চূড়ান্ত করেছেন। ওই তিন নির্বাচন পর্যবেক্ষক হলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অফিসার আরিজ আফতাব, ছত্তিশগড়ের মুখ্য নির্বাচন অফিসার সুব্রত সাহু ও ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন কুমার দাস। বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণেই এই তিন পর্যবেক্ষক ঢাকা আসবেন। বাংলাদেশের নির্বাচন দেখতে অন্যান্য দেশও পর্যবেক্ষক পাঠাচ্ছে। তবে এই পর্যবেক্ষকদের অনেকে সেই দেশের সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যুক্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভোট কতটা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ হচ্ছে, এই পর্যবেক্ষকেরা তা দেখবেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে তাঁরা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে ভোট পর্যবেক্ষণ করবেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ১২ ডিসেম্বর ভারতের নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার রোকেবুল হক। দুই তরফই এই সাক্ষাৎকারকে সৌজন্যমূলক জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে ভোট দেখতে ভারতসহ বিভিন্ন দেশের সাংবাদিকদের আগ্রহ প্রবল। মানবাধিকার রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন ‘থিংক ট্যাংক’-এর সদস্যরাও ভোট দেখতে যাওয়ার আগ্রহ দেখিয়ে ভিসার দরখাস্ত করেছেন। তবে এবার বিদেশি পর্যবেক্ষকদের সংখ্যা কম। এর একটা কারণ হচ্ছে, ভোট যখন হচ্ছে সেই সময় অধিকাংশ দেশে বড়দিন ও খ্রিষ্টীয় নতুন বছরের ছুটি থাকবে। তাই ইচ্ছা থাকলেও অনেক দেশ পর্যবেক্ষক পাঠাতে পারছে না।