ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। সোমবার বৃষ্টি উপেক্ষা করে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সংসদ সদস্য আব্দুল হাই।
এছাড়াও রোববার দিনব্যাপী উপজেলার দিগনগর ইউনিয়নে গণসংযোগ করেন। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আওয়াল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আব্দুল হাই বিভিন্ন স্থানে পথসভা, লিফলেট বিতরণ করেন।
সেই সাথে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করেন। সেই সাথে রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মানের প্রতিশ্রুতি প্রদাণ করেন। এর আগে একটি পথসভায় বেশ কিছু সংখ্যক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি