ঝিনাইদহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী গুরুতর আহত

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (২৪) নামে এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের আদিল উদ্দীনের ছেলে। রোববার রাতে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সদর ভুমি অফিসের পেছনে তাকে ছুরকাঘাত করা হয়।

আহত রাকিব জানান, তিনি পাশেই প্রসাব করার জন্য গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ফিসফিসিয়ে কি যেন আলাপ করছিল। তারা কারা? জিজ্ঞাসা করতেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রাকিবের ভাষ্যমতে, তারা হামলা করার জন্য সেখানে এসেছিল। খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ

সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঝিনাইদহ সদর হাসপাতালে আহত ছাত্রলীগ কর্মীর বক্তব্য শোনেন। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠিয়ে দেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আমরা রাকিবের উপর হামলার কারণ অনুসন্ধান করছি।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ জানান, রাকিব তাদের কর্মী। মিছিল মিটিংয়ে সে নিয়মিত অংশ নিত।

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি